লোগো তৈরি করার আগে যে ৫ টি বিষয় জানা জরুরি !!!!

বর্তমান যুগে দিন দিন বৃদ্ধি পাচ্ছে গ্রফিক ডিজাইনের কাজের চাহিদা। যেমন কাজের চাহিদ বৃদ্ধি পাচ্ছে ততো প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে। আপনি কিভাবে নিজের ডিজাইন কে সবার উপরে নিয়ে আসবেন? এই প্রশ্ন প্রায় সবার মাথায় ঘুড়ছে। আজকে আমি আলোচনা করবো লোগো ডিজাইনে যেসব দিকগুলো আপনার জানা একান্ত প্রয়োজন। চলুন শুরু করা যাক - সর্ব প্রথমে যে গুলো জানা জরুরী
১. গ্রাফিক ডিজইন এর দক্ষতা ।
২. ধৈর্য্য থাকতে হবে।
 ৩. টেক্সট নির্বাচন এর দক্ষতা ।
৪. রঙ নির্বাচন এর দক্ষতা ।
৫. ক্লায়েন্ট এর রেকুরমেন্ট বোঝার দক্ষতা ।
 আপনি এই ৫টি প্রয়োজনীয় দিক গুলো সঠিক ভাবে অনুসরণ করতে পারেন তাহলে অবশ্যই আপনি এই কাজে সফলতা পাবেন। এখন চলুন এই ৫টি বিষয় গুলোর ব্যাখ্যা জানা যাক
গ্রাফিক ডিজানঃ আপনাকে অবশ্যই গ্রাফিক ডিজাইন এর প্রয়োজনীয় সফ্টওয়ার এর কাজ ভালো ভাবে জানতে হবে। যেসব সফ্টওয়ার এর কাজ জানতে হবে,যেমনঃ Adobe Photoshop, Adobe illustrator,Adobe InDesign , Adobe XD ইত্যাদি। এগুলোর কাজ সঠিক ভাবে নিয়ম অনুসারে যদি আপনি কাজ জানতে পারেন, তাহলে সামনের ধাপ আপনার জন্য সহজ হয়ে যাবে।
ধৈর্যঃ ক্লায়েন্ট নানা ভাবে আপনার ভুল গুলো তুলে ধরবে। বার বার কোনো কাজকে সে পরিবর্তন করতে বলবে। এতে মাথা গরম করা যাবে না। কারণ ক্লায়েন্ট রাগ হয়ে গেলে আপনার এতো দিনের কষ্টে গড়া প্রোফাইল নষ্ট হওয়ার সম্ভাবনা বেশী হয়ে যাবে। এতে আপনার নিজের ক্ষতি হবে।
 টেক্সট নির্বাচনঃ আপনাকে বিষয় বুঝে টেক্সট নির্বাচন করতে হবে। কারণ একটা লোগো ডিজাইন টেক্সট এর মাধ্যমে তুলে ধরা যায়।
রঙ নির্বাচনঃ আপনাকে অবশ্যই ক্লায়েন্ট এর প্রতিষ্ঠানের যে রঙ বেশী ব্যবহার করে সে রঙ টি লোগোতে ব্যবহার করার চেষ্টা করবেন। আর রঙ নির্বাচনে আরেকটি দিক হলো - আপনি যে রঙ নির্বাচন করবেন তা যেনো অবশ্যই দেখতে যেনো ভালো লাগে। ক্লায়েন্ট এর রেকুরমেন্ট বোঝার দক্ষতাঃ আপনাকে অবশ্যই এই বিষয়ের দিকে নজর দিতে হবে। কারণ ক্লায়েন্ট এর চাহিদা মতো কাজ না করলে আপনার ডিজাইন তার কাছে ভালো না লাগার সম্ভাবনা বেশী হয়ে উঠে। আমি আশা করি যারা এই লেখা গুলো মনোযোগ সহাকারে পড়েছেন ,তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।

Comments

Post a Comment

Popular Posts